৩ মাস পর রাজপথে বিএনপি, সরগরম নয়াপল্টন

Passenger Voice    |    ০৩:২৮ পিএম, ২০২৪-০১-২৭


৩ মাস পর রাজপথে বিএনপি, সরগরম নয়াপল্টন

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, নিত্যপণ্যের দাম কমানো এবং অবৈধ সংসদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল শুরু হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিএনপির নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নিয়েছেন।

এ সময় তাদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির এই কর্মসূচিতে যোগ দেন স্থানীয় নেতাকর্মীরা।

মিছিল ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠেছে। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসেছেন নেতাকর্মীরা। তাদের হাতে কালো পতাকা, ব্যানার, ফেস্টুন দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন।

মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল-আরামবাগ মোড় ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে দুটি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

এদিকে বিএনপির কালো পতাকা মিছিলকে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

অধিকাংশ মহানগরে বিকেল ৩টার দিকে কর্মসূচি থাকলেও বরিশালে বেলা ১১টায় মিছিল নিয়ে নামেন সেখানকার নেতাকর্মীরা। এ সময় স্লোগানে স্লোগানে তাদের দাবি দাওয়া তুলে ধরেন তারা।

২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার তিন মাস পর আজ প্রথম রাজপথে নেমেছে বিএনপি। এই সময়ের মধ্যে দলটি হরতাল ও অবরোধ, ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ, মানববন্ধন করলেও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা রাজধানীতে এমন মিছিল করেনি।

প্যা/ভ/ম